সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর থানা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সদর কোম্পানির অভিযানে ২ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে। এসময় মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটে র্যাব-১২, সদর কোম্পানির একটি দল সিরাজগঞ্জ সদর থানাধীন মুলিবাড়ি এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের মুলিবাড়ি ওভারপাসের নিচে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন—মো. আকাশ শেখ (১৮), পিতা মো. ওয়াজকরনি শেখ, ঠিকানা: ঠাকুর ঠেক বনবাড়িয়া আটখোলা, এবং মো. আসিফ হোসেন (১৯), পিতা মো. শরিফ উদ্দিন, ঠিকানা: দিয়া ধন খরা, ২নং ওয়ার্ড, সিরাজগঞ্জ পৌরসভা। দুজনই সিরাজগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট মজুত ও বিক্রির সঙ্গে জড়িত এবং সিরাজগঞ্জ সদরসহ আশপাশের এলাকায় ও দেশের বিভিন্ন স্থানে এসব মাদক সরবরাহ করতেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.