সিরাজগঞ্জে র‌্যাবের হাতে ২১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারী আটক  

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ২১৪ গ্রাম হেরোইনসহ কুখ্যাত দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর’) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর দুপুর ১.৩০ ঘটিকার সময় র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরজাগঞ্জের সলঙ্গা থানার রামারচর রয়েল রুপালী হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১৪ গ্রাম হেরোইনসহ তাদের দুই জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রোডপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তার এর ছেলে মজিবুর রহমান (৫৫)। এবং একই জেলা ও থানার মৃত ইমরান হোসেন এর ছেলে আলম হোসেন (৪৫)।

র‌্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ এর সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরজাগঞ্জ জেলার সলঙ্গা থানার রামারচর রয়েল রুপালী হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১৪ গ্রাম হেরোইনসহ ২ জন কুখ্যাত মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

পরে আটককৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডলার বিক্রি বন্ধ: গভর্নর

ঠিকানা টিভি ডট প্রেস: আড়াই মাস পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলারের নিচে নেমে গেছে। গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)

কাজিপুরে ঘরের সামনে ঘর তুলে বসবাসে বাধা বাড়ি দখলের চেষ্টা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কালিকাপুর গ্রামে একটি বাড়ির ২৬ বছর আগে থেকে বসবাস কারি ঘরের সামনে অবৈধভাবে ঘর তুলে বসবাসে বাধার সৃষ্টি করে বাড়ি

ইসরায়েলে আটকে পড়াদের ফেরাচ্ছে ভারত, প্রথম ফ্লাইটে এলো ২১২

ইসরায়েলে আটকে পড়াদের দেশে ফেরাতে শুরু করেছে ভারত। প্রথম ফ্লাইটে ২১২ জন ভারতীয়কে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবার) সকালের দিকে ওই ভারতীয়দের নিয়ে

কেরানীগঞ্জে পুলিশের সোর্সকে চোখ উপড়ে ফেলে হত্যা

সোলায়মান সুমন,কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে নৃশংসভাবে কুপিয়ে সাইফুল ইসলাম (২৬) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার আগে কাটা চামচ দিয়ে নিহতের দুই চোখ উপড়ে

বাংলাদেশের পাঠ্যবইয়ে থাকা মানচিত্র নিয়ে আপত্তি চীনের

নিজস্ব প্রতিবেদক: দেশের দুটি পাঠ্যবই ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে এশিয়ার মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে ভুলভাবে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছে চীন।

আ-লীগ নেতাকে পিটিয়ে হত্যা; ছাত্রলীগ নেতার তিন দিনের রিমান্ড

মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম: কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা সোয়ানকে (৪৪) পিটিয়ে হত্যায় অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা বিন্দু ও ঝিনুক মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।