
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
শুক্রবার ৫ সেপ্টেম্বর ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কের মধ্য ভদ্রঘাট কাশেমের মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। আটক সাদ্দাম নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চকমথুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
র্যাব-১২ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় গাঁজা কেনাবেচা করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।