সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান মোহামকে রোহিঙ্গা নারীকে নাগরিক ও চারিত্রিক সনদ দেওয়ার ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে উপসচিব মো. নুরে আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ২০ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে বিষয়টি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার (৬ নভেম্বর)।
ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের সচিবের বরাতে জানা গেছে, বরখাস্ত সংক্রান্ত চিঠি ২০ অক্টোবর জারি হলেও লিয়াকত আলী ৩ নভেম্বর তা গ্রহণ করেন এবং সেদিন থেকেই দায়িত্ব থেকে অব্যাহতি নেন।
তদন্তে জানা গেছে, রোহিঙ্গা নাগরিক রোকেয়া বেগম বাংলাদেশি নাগরিক না হয়েও ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব ও চারিত্রিক সনদ সংগ্রহ করেন। ওই সনদ ব্যবহার করে তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির জন্য কামারখন্দ উপজেলা নির্বাচন অফিসে আবেদন করলে বিষয়টি ধরা পড়ে।
এর আগে গত আগস্টে রোকেয়া বেগম ও তার স্বামী আনিস ভুয়া কাগজপত্র নিয়ে ভোটার হতে গেলে কর্মকর্তারা সন্দেহ প্রকাশ করেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২, জি-৪ এলাকার রোহিঙ্গা শরণার্থী বলে স্বীকার করেন।
পরবর্তীতে যাচাই-বাছাইয়ে দেখা যায়, রোকেয়া বেগমকে দেওয়া নাগরিকত্ব ও চারিত্রিক সনদের ক্রমিক নম্বর ছিল ৪০২ এবং এতে গত ৮ আগস্ট প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী খানের স্বাক্ষর ছিল।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.