
সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাদের প্রথম অঙ্গীকার হবে রাজা না হয়ে জনগণের সেবক হওয়া।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার ষান্মাসিক রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমরা হবো জনগণের সেবক, আর জনগণ হবে আমাদের ভাই-বন্ধু। সবাই মিলে আমরা সুন্দর বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব ইনশাআল্লাহ।”
রফিকুল ইসলাম খান আরও বলেন, দুর্নীতি বন্ধ করা গেলে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ এখন দুর্নীতিমুক্ত দেশ চায়।
জনসমর্থনের প্রসঙ্গে তিনি বলেন, “গ্রাম-গঞ্জ থেকে সচিবালয়—সব জায়গায় আওয়াজ উঠেছে, এবার জামায়াতকে দেখব। দিন যত যাচ্ছে, জামায়াতের জনপ্রিয়তা তত বাড়ছে।”
বেকারত্ব সমস্যার সমাধানে দলের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশে কোনো বেকার থাকবে না। দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কাজে ও শক্তিতে রূপান্তরিত করা হবে। রাষ্ট্রীয় উদ্যোগে মিল ও কলকারখানা স্থাপন করা হবে।”
নারীদের মর্যাদা বিষয়ে তিনি বলেন, “মা জাতির মর্যাদা সবার উপরে। মেয়েরা বিসিএস দেবে, আর্মিতে যোগ দেবে, সচিব হবে, ব্যাংকের ম্যানেজার হবে।”
অমুসলিম নাগরিকদের বিষয়ে রফিকুল ইসলাম খান বলেন, “আমরা কাউকে সংখ্যালঘু মনে করি না। এদেশে জন্ম নেওয়া প্রতিটি মানুষ সমান অধিকার ভোগ করবে।”
চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিষয়ে তিনি বলেন, “আমরা চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজমুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু প্রস্তাব দিয়েছি, যা তাদেরও প্রতিশ্রুতির অংশ।”
সম্মেলনে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। এতে জেলা, শহর, পৌর ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.