নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সড়ক পারপারে কথা কাটাকাটির জেড়ে সৈকত আহম্মেদ (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ জুন) দুপুর ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গার হাটিকুমরুল রাধনাগর নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত সৌকত আহম্মেদ (২৩) বগুড়া জেলার নন্দিগ্রাম থানার হাজার বেগুনী পাড়া গ্রামের মো. সোলেমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি বগুড়ায় যাচ্ছিলেন সৈকত। জেলার হাটিকুমরুল ঢাক-বগুড়া মহাসড়কে এলে এইস.কে গাড়ির সুপারভাইজারের সাথে সৈকতের কথা কাটাকাটি হয়। এরই জেড়ে সুপারভাইজার ও হেলপার তাকে সজোরে ধাক্কা দেন। ভারসাম্য রাখতে না পেরে ছিটকে পড়ে যান সৈকত। এ সময় চলন্ত গাড়ির চাকায় পিষ্টে মাথা থেতলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেলেও গাড়িটিকে আটক করে থানায় আনা হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.