নজরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দ্রকোনা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলারশীপ পাওয়া মোছা: বিপাশা ইয়াসমিন এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শনিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১০টায় নিজ ডিলারশীপ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
বিপাশা ইয়াসমিন বলেন, সরকারি নিয়ম মেনে সঠিক প্রক্রিয়ায় তিনি ডিলারশীপ পান। অন্যদিকে একই এলাকায় শামছুন নাহার নামে আরেক আবেদনকারীর ডিলারশীপের জন্য আবেদনে ভাড়াকৃত দোকানের বৈধ কাগজপত্র ও চুক্তিপত্র না থাকায় উপজেলা প্রশাসন যাচাই-বাছাই শেষে তা বাতিল করে। এর জেরে শামছুন নাহার ও তার সহযোগীরা গত ২০ ও ২১ আগস্ট কিছু অনলাইন মাধ্যমে ‘দ্যা পিপলস নিউজ’-এ তার বিরুদ্ধে সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ নেওয়ার মিথ্যা অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করে।
তিনি অভিযোগ করে বলেন, উক্ত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে আমার ডিলারশীপ বাতিলের চেষ্টা চলছে। এতে শুধু আমি নই, আমার পরিবারও সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসময় তিনি তিন দফা দাবি জানান, মিথ্যা সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, প্রশাসনের মাধ্যমে সত্য যাচাই করে ন্যায়বিচার নিশ্চিত করা ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।
সংবাদ সম্মেলনে বিপাশা ইয়াসমিনের স্বামী ও খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিমও বক্তব্য দেন। তিনি বলেন, এলাকায় কিছু ব্যক্তি বিএনপি পরিচয় ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছে। এর আগে একই কায়দায় তার ভাতিজা রুহুল আমিনকে দিয়ে ভিডিও সাক্ষাৎকার প্রচার করানো হয়, যা পরে ভুল প্রমাণিত হয়েছে।
এ সময় উপকারভোগী কার্ডধারী, এলাকার গণ্যমান্য
ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার
সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.