সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগ্নীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রদের দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষক হাফেজ মুন্নাফের বিরুদ্ধে। এ ঘটনায় এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছেন।
অভিযোগ রয়েছে, বলাৎকারের পর শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি দিয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য করতেন ওই শিক্ষক। সম্প্রতি হেফজ বিভাগের দুজন ছাত্র মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করলে বিষয়টি জানাজানি হয়। অভিভাবকরা প্রতিবাদ জানালে মাদ্রাসা সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল ও সুপার মো. আনোয়ার হোসেন তাদের হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শতাধিক মানুষ মাদ্রাসায় জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন। এসময় উত্তেজিত জনতা দুজন শিক্ষককে মারধর করে। পরে পুলিশ পৌঁছালে মাদ্রাসা সুপারসহ পরিচালনা কমিটির সদস্যরা পালিয়ে যান।
ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী জানান, গভীর রাতে শিক্ষক মুন্নাফ তাদের রুমে ডেকে নিয়ে অনৈতিক কাজ করতেন এবং কাউকে জানালে হত্যা করার হুমকি দিতেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন ছাত্রও একই অভিযোগ করেছেন।
ঘটনার পর থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ পলাতক থাকায় প্রতিষ্ঠানে কাউকে পাওয়া যায়নি। সুপারের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সভাপতির মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী বলেন, “বলাৎকারের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.