সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে জুমার নামাজ শেষে মসজিদ থেকে মো. মোজাম আলী (৭০) নামে এক বৃদ্ধ মুসুল্লীকে তুলে নিয়ে মারধরের পর আটক করে রাখার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেছে। বৃদ্ধের প্রবাসী ছেলের কাছে সুদের টাকা পাবে এমন দাবীতেই বৃদ্ধকে তুলে নিয়ে মারপিট করা হয়।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়রের কালিদাসনিলী গ্রামে ঘটনাটি ঘটেছে । ভুক্তভোগী মোজাম আলী ওই গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী ও স্বজনেরা জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে মোজাম আলী মসজিদ থেকে বের হওয়ার পর গ্রামের বাসিন্দা আলাল (৩৫), আব্দুল মোন্নাফ (৩৬), শামসুল হক (৪০) ও শিহাব উদ্দিন সংঘবদ্ধ হয়ে এসে বলে, তোমার প্রবাসী ছেলের কাছে আমরা সুদে লাগানো ৫০ হাজার টাকা পাই।
তখন বৃদ্ধ মোজাম আলী বলেন, এ বিষয়ে তিনি তো কিছুই জানেন না। তখন কথা কাটাকাটির এক পর্যায়ে তারা মোজাম আলীর চলাচলের লাঠি কেড়ে নিয়ে পিটাতে থাকে ও চড়থাপ্পর মেরে টেনেহিচঁড়ে আলালের বাড়িতে নিয়ে গিয়ে আটক করে রাখে। পরে মোজাম আলীর পরিবারের পক্ষ থেকে তাড়াশ থানায় খবর দিলে উপপরিদর্শক (এসআই) মো: আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ সংবাদ লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তাড়াশ থানায় কথা হয় মোজাম আলীর সাথে। তার গালে ও হাতে আঘাতের দাগ। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, এ নির্যাতনের বিচার চাই। আমার এক ছেলে প্রবাসে থাকে। সে টাকা নিয়েছে কি না, তা তার জানা নেই।
তাড়াশ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, ভিকটিম কে উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.