সিরাজগঞ্জে ভ্যান সাইট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ৩০ বাড়িতে লুটপাট ও আগ্নি সংযোগ, আহত ২০

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শিয়ালকোল ইউনিয়নে ভ্যান সাইট দেওয়ার সময় অটো ভ্যানের সঙ্গে অটোরিকশার চাকায় চাকায় সংঘর্ষ হয়। উভয় অটো চালকের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে ৩০ বাড়িতে লুটপাট করে আগুন দেয় দুর্বৃত্তরা এসময় আহত হয় ২০ জন।

শনিবার (৩১ আগষ্ট) দুপুরে রঘুনাথপুর ও শ্যামপুর গ্রামের ৩ থেকে ৪ শ যুবক মারামারিতে লিপ্ত হয়ে শ্যামপুর গ্রামের ৩০ বাড়িতে লুটপাট করে আগুন দিয়েছে এবং রঘুনাথপুর গ্রামেও একাধিক ঘরবাড়ি ভাংচুর করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (২৯ আগষ্ট) রাত নয়টার দিকে শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর মাজার এলাকায় রঘুনাথপুর গ্রামের অটো ভ্যান চালক সৌরাউদ্দি ও শ্যামপুর গ্রামের চালক রনির সঙ্গে কথাকাটাকাটি এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়। এক সময় বেশ কয়েকজন মিলে রঘুনাথপুর গ্রামের সৌরাউদ্দিকে বেদম মারধর করে আহত করে।

শ্যামপুর এলাকায় বসবাসকারী ফিরোজ শেখ জানান, দুর্বৃত্তরা বিভিন্ন প্রকার রামদা, ছুড়ি এমনকি দেশিয় অস্ত্র নিয়ে আক্রমণ করে ভাঙচুর করে লুটপাট করে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় এলাকার মানুষ জানের ভয়ে পালিয়ে যায়। তিনি আরো জানান, দুই দিন আগের ছোট্ট একটি ঘটনায় বড় ক্ষতি হয়ে গেল।

এদিকে রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আবু হাসেম জানান, সকালে আমাদের গ্রামের কয়েক যুবক ঐ গ্রামের সামনে গেলে শ্যামপুর গ্রামের নারী পুরুষ সকলে মিলে আক্রমণ করে, এক পর্যায়ে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হয়ে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পরবর্তীতে রঘুনাথপুর গ্রামে ঢুকে  চার পাঁচ টি ঘর ভাঙচুর করে, এ সময় ১০ থেকে১৫ গরু গোয়াল ঘর থেকে নিয়ে গেছে।

এবিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের পরিচালক আব্দুর রহমান জানান, বেশ কিছু বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা খবর পেয়ে, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। দশটি ঘর ও ছয়টি খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, বেশ কিছু ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির জানান, পুলিশ, সেনা বাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় এখন পরিবেশ স্বাভাবিক হয়েছে। কোনো প্রকার মামলা মোকদ্দমা হয়নি। তবে অভিযোগ পেলে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কর্মকর্তা-কর্মচারীরা আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশনের খসড়া সুপারিশের বিরোধিতা করে আন্দোলন করছেন বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা। আন্তঃক্যাডার দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এ পরিপ্রেক্ষিতে সরকারি আচরণ

‘বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিলো ভারত’

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। সোমবার (১৯ ফেব্রুয়ারি’) দেশটির ইংরেজি দৈনিক ইকোনমিক টাইমস এমন খবর প্রকাশ করেছে।

টাকার কুমির’ মালেক! বিদেশে পাচার হাজার কোটি, দেশে জমি ছয় হাজার শতাংশ

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে বিপুল অর্থ পাচারের গুরুতর অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে উঠে

চৌহালীতে নি:সন্তান বৃদ্ধদের ঘর ছাড়া করলেন সুদখোর শিক্ষক মতিন, পলিথিন টাঙ্গিয়ে দিনযাপন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার দুর্গম চরের সুফিয়া খাতুন (৫৯) ও দিনমুজুর জয়নাল আবেদিন মোল্লা (৭১)। এই বয়োবৃদ্ধ নি:সন্তান দম্পত্তি সুদি টাকা পরিশোধ

এবার সংখ্যাগরিষ্ঠতার বদলে শরিক নির্ভর মোদি

ঠিকানা টিভি ডট প্রেস: টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। এবারের নির্বাচনে ৪০০ আসন জেতার স্বপ্নে বিভোর ছিল বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। তবে

আদানির সঙ্গে বাতিল হচ্ছে না বিদ্যুৎ চুক্তি

নিজস্ব প্রতিবেদক: ভারতের বেসরকারি সংস্থা ‘আদানি পাওয়ার’ থেকে দাম নিয়ে আপত্তি থাকা সত্ত্বেও বিদ্যুৎ কেনা অব্যাহত রাখবে বাংলাদেশ। দেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে উদ্বেগ এবং আইনি