সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর শহরের ক্রসবার-৩ চায়না বাঁধ এলাকায় নিজ বাড়িতে মোছা. হেদেজা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বটি-দা দিয়ে গলাকেটে হত্যা করার পর ঘরে থাকা টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৩ আগস্ট') সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার মোছা. হেদেজা বেগম সদর উপজেলার চন্ডালবয়ড়া গ্রামের হাজী সোরহাব আলী মণ্ডলের স্ত্রী।
হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ বেলা ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।'
নিহতের স্বামী সোরহাব আলী মণ্ডল জানান, যমুনার ভাঙনে বসতভিটা বিলীন হওয়ায় কিছুদিন আগে চায়না বাঁধ এলাকায় আশ্রয় নিয়েছি। দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করি। প্রতিদিনের ন্যায় সকালে গাভীর দুধ বিক্রি করতে শহরে চলে যাই। আমার স্ত্রী বাড়িতে একাই ছিল। শহর থেকে ফিরে এসে দেখি আমার ছেলের বউ বাড়িতে কান্না করছে। পরে বাড়িতে গিয়ে দেখি আমার স্ত্রীকে কে বা কারা গলাকেটে হত্যা করে ফেলে রেখেছে।
তিনি আরো বলেন, ঘরের ভেতরে ট্যাংকে রাখা গরু বিক্রি করা টাকা লুট করে নিয়ে গেছে। ধারণা করছি ওই টাকার জন্যই আমার স্ত্রীকে গলাকেটে হত্যা করা হয়েছে।
সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.