জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে সারাদেশের সাথে সিরাজগঞ্জে কর্মবিরতি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারীরা।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশনের ব্যানারে আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সামনে এই কর্মসূচি পালিত হয়।
অধনস্ত আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের বেতন ভাতা প্রদান ও বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পুর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিক সরকার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম, বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন প্রমুখ।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.