
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে উপজেলার চালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।’
নিহত দুজন হলেন উল্লাপাড়া উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের ফারুক হোসেন (৩২) ও মোহাম্মদ রনি হোসেন (২৩)। আহত হয়েছেন হারুন অর রশিদ (২৮) মাগুরাডাঙ্গা গ্রামের সমেশ প্রামাণিকের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’ আব্দুর রউফ বলেন, রাতে পাবনা থেকে একটি যাত্রীবাহী বাস কক্সবাজার যাচ্ছিল। বাসটি ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়ার চালা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং আহত হন এক যাত্রী।’