নজরুল ইসলামঃ যুদ্ধবিরতিকে অমান্য করে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা ও গনহত্যার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে সদর উপজেলা পিপুলবাড়িয়া বাজার এলাকায় এক জেলা বাসদ এর আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকারের সভাপতিত্বে এ মানববন্ধন ও সমাবেশ হয়।
এছাড়া অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাগবাটি ইউনিয়নের নেতা ফজলার হোসেন, আবু সামা ও ছোনগাছা বাসদের নেতা আব্দুল কুদ্দুস প্রমুখ।
বক্তারা বলেন, যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ট ইসরাইলি বাহিনী যুদ্ধ বিরতিকে অমান্য করে গাজায় বোমা হামলা এবং নির্বিচারে মানুষ হত্যা করে বিশ্ব মানবতাকে ধ্বংস করার এক মহা পরিকল্পনা করেছে। গাজায় হামলা, মানুষ হত্যার নিন্দা, প্রতিবাদসহ অবিলম্বে যুদ্ধ বন্ধে বিশ্বের সকল মানবতাবাদী মানুষদের সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.