
নজরুল ইসলাম: সিরাজগঞ্জ শহরের অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাশার’স স্পেশাল ব্যাচ এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫এপ্রিল) সকালে এসএস রোডস্থ ডাব্লিউ এফ রেস্টুরেন্টে বিদায় ও দোয়া অনুষ্ঠানে সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলামের প্রধান অতিথির বক্তব্য তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্য পরীক্ষামূলক নানান দিক নির্দেশনা দেন। ভালো ফলাফল অর্জনে দেশের সুনাম অর্জনে অন্যান্য ভূমিকা পালন এবং একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার ইসলামিক নিয়মানুযায়ী চলার নানান পরামর্শ দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে হিলফুল ফুজুল মডার্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি মো. নুরুল ইসলাম, মল্লিকা ছানাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম বক্তব্য রাখেন।
পরে ডাব্লিউ এফ হলরুমে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অতিথিরা বিদায়ী কৃতি ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন। শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরন বিতরণ করা হয় এবং অনুষ্ঠান শেষে দুপুরে খাবারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাশার’স স্পেশাল ব্যাচ এর পরিচালক ও মল্লিকা ছানাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল বাশার।