
রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন ( বাজুস’র) এর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদর্শন, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে,
বৃহস্পতিবার ( ১৮ জুলাই) সকালে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক রোডস্থ রেনেসাঁ ক্লাব প্রাঙ্গণ হতে বনার্ঢ়্য শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মুজিব সড়ক রেনেঁসা ক্লাবে এসে শেষ হয়।
পরে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শ্রী গোবিন্দ কর্মকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সহ- সভাপতি শ্রী তুলশী সাহা, মো. রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আলামীন খান, সহ- সাধারণ সম্পাদক বাবু শ্যামল কুমার সাহা, শ্রী গৌতম কর্মকার, শ্রী গৌরাঙ্গ সাহা, পলাশ কর্মকার, অর্থ সম্পাদক শ্রী খোকন সাহা, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বাবু শশধর, বাবু রাধা রর্মণ কর্মকার, শ্রী চন্ডী সাহা সহ সিরাজগঞ্জ জেলায় বিভিন্ন জুয়েলার্স মালিক কর্মচারী সহ সুধীজন, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।’