সিরাজগঞ্জে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে পরিবার অবরুদ্ধ করার অভিযোগ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ইটালী পূর্বপাড়া গ্রামে বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে একটি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে প্রতিবেশী ও এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, ভুক্তভোগী কামরুজ্জামান ওরফে খয়রুজ্জামানের সাথে প্রতিবেশী মৃত সেরাজুল মাস্টারের ছেলে আরিফ (৪০), ওয়াদুদ (৪৫), আকবর মৌলভীর ছেলে তাইনুছ (৪৭), তুরাপ খাঁনের ছেলে তাওহিদ, তামজীদ এবং আবদীন খানের ছেলে ময়নাল খানের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধকে কেন্দ্র করে গত এক মাস ধরে অভিযুক্তরা কামরুজ্জামানের বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে তাদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। এতে কামরুজ্জামান ও তার পরিবারের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েছেন।

ভুক্তভোগী কামরুজ্জামান অভিযোগ করেন, আমাদের বাড়ির চারপাশে বেড়া দিয়ে সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখা হয়েছে। বাজারে যেতে পারছি না, গরুর খামারের ১৩টি গরুর জন্য ঘাস ও খাবার আনাও বন্ধ হয়ে গেছে। এতে আমরা মানবেতর জীবন যাপন করছি। তিনি আরও জানান, এলাকার কথিত সমাজপতি বিএনপি নেতা তাইনুছ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার আনোয়ার হোসেন, ইব্রাহিম, ময়নাল খাঁ, বেলাল খাঁ প্রমুখ একতরফাভাবে ঘোষণা দিয়েছেন, কেউ যদি কামরুজ্জামান ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে বা তাদের রিকশা-ভ্যানে তোলে, তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হবে। ফলে এলাকার সাধারণ মানুষ সমাজপতিদের ভয়ে তাদের সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা তাইনুছ, আরিফ ও ইব্রাহিমের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, কামরুজ্জামান আমাদের সমাজের নিয়ম মানে না, তাই সমাজের সিদ্ধান্ত অনুযায়ী আমরা তার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখছি না।

এদিকে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আমার কাছে আসেনি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন বলেন, আমি অভিযোগটি পেয়েছি। এ বিষয়ে সদর থানার ওসিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক পথে আনতে আন্দোলন করবে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক পথে আনতে আন্দোলন করবে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে

ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ৪৯ জনক গ্রেফতার: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে দেশে বিক্ষোভ মিছিলের সময় পূর্ব পূর্বপরিকল্পিতভাবে দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়েরসহ জড়িত কমপক্ষে ৪৯

গাজার আল-আহলি হাসপাতালে ইসরায়েলের হামলায় ৩ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: গাজা সিটির আল-আহলি হাসপাতাল ইসরায়েলি বাহিনীর হামলার সম্মুখীন হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) এই হামলায় তিনজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। একই দিনে গাজার বিভিন্ন স্থানে

অন্যের নাম ধারণ করে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ওয়ারেছ আনসারীর নাম ধারণ করে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর ধরে চাকরি করেছেন এক ব্যক্তি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের

হাসিনার কূটনৈতিক বুদ্ধিতে ভিসা ও ট্রান্সশিপমেন্ট বাতিলে বিপাকে মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর সরকার একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে ভারতের অর্থনীতিকে সংকটে ফেলছেন। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার

হাসিনার আমলের সঙ্গে মিল রয়েছে অন্তর্বতী সরকারের: রিজভী

স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ ১৫ বছর বঞ্চিত হয়েছেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন থেকে। সেই বঞ্চনা থেকে আজও