সিরাজগঞ্জে বঙ্গামাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালন 

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বঙ্গমাতা জীবন ও কর্ম সম্পর্কিত ড্রপডাউন ব্যানার প্রদর্শন, বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা সভা শেষে সদর উপজেলার অসহায়, অসচ্ছল ১৪ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা  হয় এবং ৮ জন অসহায় মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হয় জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ে ‘ডিসি গার্ডেন’ এর সন্মুখে বঙ্গমাতা  বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা ও অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময়ে অনুষ্ঠানে টিভি পর্দায়  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উপস্থিতিতে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন হতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২৩ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখা হয়। বিকেলে বিভিন্ন মসজিদ দোয়া ও মোনাজাত এবং মন্দির সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল  বিপিএম (বার) পিএম (বার), স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) গনপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি, মানব উন্নয়ন ও ব্যবস্থাপনা) মোঃ রায়হান কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি, সদর উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) এস.এম রকিবুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরাগ সাহা, রাশেদ হোসাইন , ইসরাত জাহান সহ অন্যান্যরা, জেলা ত্রাণ ও পূর্ণ বাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাংগ কুমার তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গাজী ইসহাক আলী তালুকদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, মুক্তিযুদ্ধ বিষয়ক কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা গাজী মোঃ সোহরাব আলী সরকার, বীরমুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, উপ-পরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক কানিজ ফাতেমা, প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ সহ অন্যান্যরা এবং  প্রিন্ট ও  ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের একাংশ উপস্থিত ছিলেন। জেলার  বিভিন্ন উপজেলায় ৭০ জন মহিলাকে সেলাই মেশিন এবং ৪০ জন মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মহানগর পর্যায়ে বিএনপির সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক: দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মহানগর পর্যায়ে বিএনপির সমাবেশ আজ সোমবার। ঢাকা বাদে সব মহানগরে এই সমাবেশ করবে দলটি। এতে স্থায়ী

পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ফেনীর সোনাগাজীতে এক প্রবাসী পরিবার পুলিশের পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারটি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চেয়েও লুটপাট ও অগ্নিসংযোগ

সিরাজগঞ্জ কামারখন্দ মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী তোতা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ মায়ের স্বপ্ন ছিল ছেলে হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে ফিরবেন। অবশেষে হেলিকপ্টারে করে বাড়ি ফিরে মায়ের স্বপ্ন পূরণ করলেন মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান তোতা।

ক্রীড়াঙ্গনে নতুন বিস্ময়, আসছে ‘বিশ্ব ফুটবল দিবস’

ঠিকানা টিভি ডট প্রেস: ক্রীড়াঙ্গনে সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি’? এমন প্রশ্নের জবাবে যে কেউ খুব সহজেই ‘ফুটবল’ নামটি সবার আগে বলবে। আর তাই এবার সেই

তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি গ্রেফতার

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করা হয়েছে। আজ (সোমবার) দুপুরে ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জে অভিনব কায়দায় গাঁজা পাচার, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় অভিনব কায়দায় পাচার কালে অভিযান চালিয়ে ৯২.৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।