সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুটপাত থেকে উদ্ধার হওয়া নবজাতক কন্যাকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন ২৩ দম্পতি। এর মধ্যে ১৫ জন উপজেলা সমাজসেবা অফিসে সরাসরি এসে আবেদন করেছেন এবং ৮ জন অনলাইনে যোগাযোগ করেছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি বর্তমানে কেয়ার হাসপাতালের তত্ত্বাবধানে সম্পূর্ণ সুস্থ রয়েছে। তিনি জানান, “এ পর্যন্ত অনলাইন ও সরাসরি মোট ২৩টি আবেদন পাওয়া গেছে। আবেদনকারীদের বেশিরভাগই নিঃসন্তান দম্পতি। তবে কয়েকটি পরিবারে ছেলে সন্তান থাকলেও তারা মেয়েশিশুটিকে দত্তক নিতে আগ্রহী।”
তিনি আরও বলেন, যাচাই-বাছাই শেষে আইনানুগ প্রক্রিয়ায় যোগ্য দম্পতির কাছেই শিশুটিকে হস্তান্তর করা হবে।
কেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. লুৎফর রহমান জানান, পথচারীরা রাতে খবর দেন ফুটপাতে একটি নবজাতক পড়ে আছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেয় এবং থানা, সমাজসেবা অফিস ও মহিলা এবং শিশু বিষয়ক কর্মকর্তাকে অবহিত করে। বর্তমানে সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে হাসপাতালের নার্সরা শিশুটির দেখাশোনা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, দত্তক গ্রহণে আগ্রহীদের তালিকা সমাজসেবা অফিসে সংরক্ষিত আছে। যাচাই-বাছাই শেষে আইনানুগ প্রক্রিয়ায় যোগ্য অভিভাবকের কাছেই নবজাতককে দেওয়া হবে।
এর আগে সোমবার (৬ অক্টোবর) রাত ২টার দিকে উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়া এলাকায় কেয়ার হাসপাতালের সামনে ফুটপাতে মানসিক প্রতিবন্ধী এক নারী সন্তান জন্ম দিয়ে শিশুটিকে রেখে চলে যান। পরে স্থানীয়দের সহায়তায় নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.