
নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: লিচু চুরির অপবাদে সিরাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র নাঈম (১১) নামের এক শিশুকে মারধর করায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর মা হুসনা খাতুন।
জেলার সদর উপজেলায় শিয়ালকোল ইউনিয়নের খোর্দ্দ শিয়ালকোল গ্রামে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে জেলাজুড়ে শিশুকে মারধরের পর ভিডিও ভাইরাল হওয়ায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় বইছে।
অভিযোগসূত্রে জানা যায়, গত রোববার (১১মে) সকালে ৪র্থ শ্রেণির ছাত্র নাঈম সেখ বাড়ীর পাশে দোকানে শ্যাম্পু কেনার যাওয়ার পথে বিবাদী ফারুকের লিচু গাছ থেকে দুইটি লিচু কুড়াইয়া আনার সময় লিচু দেখতে পায় ফারুক।
পরে নাঈমকে ধরে নিয়ে দোকানের সামনে নিয়ে এলোপাতাড়ি কিলঘুষি ও চর থাপ্পর মুখে, মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্নস্থানে বেদনাদায়ক জখম করে। এছাড়াও অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রান নাশের হুমকি দেয়।
এ ঘটনায় অভিযুক্ত ফারুক সেখ বলেন, বিষয়টি মিমাংসার জন্য গ্রামের মাতব্বরদের কাছে সরনাপন্ন হইছি। বিষয়টি তারা দেখছে। তিনি আরও বলেন, তিনটি লিচু গাছের মধ্যে একটি গাছে লিচু বেশি ধরায় বিভিন্ন সময় লিচু চুরি করে বিক্রি করে থাকেন। ওইদিন তাকে হাতেনাতে ধরে মাত্র চারবার হালকা করে থাপ্পর দেওয়া হয়েছে। ভিডিওতে কে বা কারা আরও জটিল করে প্রকাশ করেছে। তবে এ ঘটনায় আমি অনুতপ্ত।