সিরাজগঞ্জ প্রতিনিধি: বুধবার (৫ মার্চ), সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২৫। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধানে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। গণপতি রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ নুরে এলাহী,প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, বিসিবির জেলা কোচ আব্দুল্লাহ আল মামুন,জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য মোঃ আলামিন সেখ, ক্রীড়া সংগঠক অধ্যাপক আব্দুল মমিন সরকার,ভিক্টোরিয়া হাই স্কুলের ক্রীড়া শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম, জাহান আরা হাই স্কুলের ক্রীড়া শিক্ষক জহুরুল ইসলাম, প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় মনিরুজ্জামান লিটন সহ আরও অনেকে।
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় যে চারটি স্কুল অংশ নিচ্ছে সেগুলো হচ্ছে, সবুজ কানন স্কুল এন্ড কলেজ, জাহান আরা হাই স্কুল,বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ভিক্টোরিয়া হাই স্কুল। উদ্বোধনী খেলায় অংশ নিচ্ছে ভিক্টোরিয়া হাই স্কুল ও জাহান আরা হাই স্কুল। নির্ধারিত ৪০ ওভারের খেলায় ভিক্টোরিয়া হাই স্কুল টসে জয় লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আম্পায়ারের দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ আল মামুন ও আপেল মাহমুদ। স্কোরার রহমতুল্লাহ আকাশ ও হাবিব। ধারা বর্ণনায় আব্দুল্লাহ আল মাহমুদ।'