সিরাজগঞ্জে প্রথম স্মার্ট স্কুল ঘোষনা ও শুভ উদ্বোধন

সাধন কুমার দাস সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে প্রথম স্মার্ট স্কুল হিসেবে যাত্রা শুরু করলো সিরাজগঞ্জের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার সকালে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সুলতান মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের স্মার্ট কার্ড হাতে দিয়ে স্মার্ট বিদ্যালয় ঘোষণা করেন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জেলার প্রথম কোন স্কুল শিক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রথম এমন কাজ শুরু করলো। যেখানে প্রতিটি শিক্ষার্থীর অভিভাবক সহজেই তার সন্তানের স্কুলে আগমন ও বের হবার সময় জানতে পারবে। এতে অভিভাবকরা চিন্তামুক্ত থাকবে। একই সাথে স্কুলের সকল কার্যক্রম মোবাইল এ্যাপের মাধ্যমে জানতে পারবে। বর্তমান সময়ে যেটি খুব প্রয়োজন ছিলো। আর সেটিই করে দেখিয়েছে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। স্মার্ট নেতৃত্বই স্মার্ট পরিকল্পনা বহন করে।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান মাহমুদ জানান, নিজের সন্তানের বাড়ি ফেরা নিয়েও তিনি যেমন শংকিত থাকেন। তেমনি স্কুলের সভাপতি হিসেবে প্রতিটি শিক্ষার্থীকেও নিয়েও তিনি শংকিত থাকেন। বিগত সময়ের বাজে অভিজ্ঞতার রেশে কাটাতেই স্কুলকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে তিনি আগ্রহী হয়ে উঠেন। শিক্ষার্থীদের উপস্থিতি, পড়াশোনা যাবতীয় নোটিশ সহ স্কুলের নির্ধারিত ফি প্রদান করতে পারবে স্মার্ট এ্যাপের মাধ্যমে, এতে যেমন সময় বাঁচবে পাশাপাশি সন্তানের বিষয়ে খোঁজখবর রাখা সহজ হবে।
স্মার্ট স্কুল পরিচালনায় কারিগরি সহায়তাকারী প্রতিষ্ঠান ইডুম্যান এর কর্মকর্তা রবিউল সিদ্দিক জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করতে ৪টি ক্যাটাগরির প্রয়োজন হয়। ইতিমধ্যেই ডিজিটাল ক্লাশরুম সহ অন্যান্য সুবিধা এই বিদ্যালয়ে রয়েছে। আজ শিক্ষার্থীদের উপিস্থিতি ডিজিটালাইজড এর মাধ্যমে এই স্কুলটি আরো এক ধাপ এগিয়ে গেলো। স্কুলে পৌছার আধঘন্টার মধ্যেই তাদের অভিভাবকরা জানতে পারবে, তার সন্তান স্কুলে পৌছেছে কিনা। আর খুব অল্প সময়রে মধ্যেই শিক্ষার্থীরা তাদের সকল কার্যক্রম এ্যাপের মাধ্যমে শিক্ষকের দেয়া হোমটাস্ক সহ স্কুলের নির্ধারিত সকল ফি পরিশোধ করতে পারবে।
অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃষ্টি ও মেঘ জানায়, আমরাও স্কুলে নিজেদের কার্ড স্পাঞ্জ করে বাড়িতে জানিয়ে দেবো আমরা নিরাপদে স্কুলে পৌছেছি। এটি আমাদের কাছে যেমন নতুন একটি অভিজ্ঞতা পাশাপাশি অনেক আনন্দের বিষয়। আর স্কুলের রেজাল্ট সহ অন্যান্য তথ্যাদি আমার অভিভাবকের কাছে পৌছে যাবে খুব সহজেই। নিজেদের স্কুল এমন একটি উদ্যোগ নেয়ায় খুশী তারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আরা প্রমূখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুমার নামাজে ইমামতি করলেন ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ষোল বছর ধরে চট্টগ্রাম নগরীর হালিশহর এ ব্লক জামে মসজিদে জুমার নামাজের ইমামতি করে আসছিলেন ড. আ ফ ম খালিদ হোসেন। অন্তর্বর্তীকালীন

ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: দেশে ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারেই নির্ধারিত হবে ডলারের দর। দেশে ডলারের বিনিময়

২৫০ কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিল মার্কিন যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আমেরিকার দেশ নিকারাগুয়ার সরকারের ২৫০ জনের বেশি কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে নিকারাগুয়ার

সোমবার রাতেই দেশে ফিরছে এমভি আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: সোমালি জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগরের জলসীমায় পৌঁছেছে। সোমবার এটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করবে। রোববার (১২ মে’)

পাল্টে গেল কক্সবাজারের সুগন্ধা বিচের নাম

ঠিকানা টিভি ডট প্রেস: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু বিচ করা হয়েছে। একই সঙ্গে সুগন্ধা বিচ ও কলাতলী বিচের মধ্যবর্তী ফাঁকা

সিরাজগঞ্জ-২ আসনের এমপি হেনরীর আগুনেপোড়া বাসা থেকে ২ জনের কঙ্কাল উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-২( সিরাজগঞ্জ সদর আংশিক-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের বাসভবনে রবিবার দুপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা আগুন দেয়।