নজরুল ইসলাম: প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা ও সেবা প্রদানের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলায় প্রথম যাত্রা শুরু করেছে পুণ্য পেট এন্ড ভেট কেয়ার।
বৃহস্পতিবার (১৫ মে) ৮টার দিকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চৌরাস্তা জহুরা মল্লিকা ভবনের নিচতলায় পুণ্য পেট এন্ড ভেট কেয়ার সেন্টারের উদ্বোধন হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, আত্রাই উপজেলার মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম হীরা, রতনকান্দি ইউনিয়নের হিসাব সহকারী সাব্বির হোসেন সৌরভ, দৈনিক প্রতিদিনের কাগজ ও বিজনেস মিরোরের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক আজকের দর্পন ও দ্যা ফাইন্যান্সিয়াল পোস্টের জেলা প্রতিনিধি সাম্মির আহমেদ আজমির, দৈনিক নিরপেক্ষ জেলা প্রতিনিধি রাকিব হোসেন, দৈনিক একুশে সংবাদের জেলা প্রতিনিধি জুলকার নাঈমসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পুণ্য পেট এন্ড ভেট কেয়ার এর পরিচালক ও সদর উপজেলা প্রাণিসম্পদের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মেরাজ হোসেন মিসবাহ বলেন, শখ থেকেই অনেকে পোষেন প্রাণি। সেই প্রাণিটিই এক সময় হয়ে ওঠে নিত্যসময়ের সঙ্গী। তাই তার পরিপূর্ণ যত্ন ও রোগ এর বিষয়টিও খেয়াল রাখা উচিত পরিবারের সদস্যের মতোই। বিশেষ করে পোষা প্রাণির স্বাস্থ্য সেবা, কুকুর, বিড়ালের বিভিন্ন রোগের টিকা সরকারি হাসপাতালগুলোতে না পেয়ে ঢাকা বা অন্য বিভাগগুলোতে যেতে হয়। মানুষের কষ্ট লাগব মেটাতে সিরাজগঞ্জ জেলায় এই প্রথম পেট এন্ড ভেট কেয়ার সেন্টার খোলা হলো যা পোষা প্রাণির স্বাস্থ্যসেবা নিশ্চিতে হয়রাণী থেকে মুক্তি পাবে বলে আশা করছি।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.