প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ৬:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে প্রচণ্ড গরমে কুলি অসুস্থ হয়ে জ্ঞান হারালেন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর মাছ বাজারের সামনে প্রচণ্ড গরমে হায়দার আলী (৫৫) নামের এক কুলি অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারান। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হায়দার আলী স্থানীয় এক চালের দোকান থেকে ৫০ কেজি ওজনের একটি চালের বস্তা মাথায় নিয়ে প্রায় ১০০ গজ দূরে একটি রিকশায় তুলতে যাচ্ছিলেন। এ সময় তীব্র গরমে তার মাথা ঘুরে যায় এবং তিনি রাস্তায় পড়ে যান। পাশে থাকা মাছ ব্যবসায়ীরা দ্রুত এগিয়ে এসে তার মাথায় পানি ঢাললে কিছুক্ষণ পর তিনি জ্ঞান ফিরে পান।
পরে স্থানীয় একজন চিকিৎসকের প্রাথমিক চিকিৎসা শেষে হায়দার আলীকে তার বাড়িতে পাঠানো হয়।
বাজারের কাপড় ব্যবসায়ী সাগর কসাক বলেন, “হায়দার আলী একজন নিরীহ প্রকৃতির মানুষ। দীর্ঘদিন ধরে এ বাজারে কুলির কাজ করে জীবিকা নির্বাহ করছেন। আজকের প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়লে আমাদের সবাইকেই চিন্তায় ফেলে দেন।”
এদিন প্রচণ্ড তাপদাহে পাবনা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানের পিচ গলে যাওয়ায় দূরপাল্লার যান চলাচলও বিঘ্নিত হয় বলে জানান সাগর।
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.