
জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর উদ্যোগে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, প্রতিকূল পরিস্থিতিতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ প্রশিক্ষণ চালু করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের আত্মরক্ষার কৌশলের পাশাপাশি শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও পেশাগত আত্মবিশ্বাস বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তায়কোয়ান্ডো প্রশিক্ষকের তত্ত্বাবধানে মার্শাল আর্ট প্রশিক্ষণ পরিচালিত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে সিরাজগঞ্জ জেলার সকল ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।











