মোঃ মাসুদ রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর শহরের চক কোবদাস পাড়ায় পুকুরের পানিতে ডুবে জুনায়েদ (০৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।'
আজ রোববার (১৪ জুলাই) বেলা ১২ টার দিকে পৌর শহরের চক কোবদাস পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু জুনায়েদ পৌর শহরের চক কোবদাস পাড়া আজিজুল হাকিম এর ছেলে ও স্থানীয় চক কোবদাস পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র।
নিহত শিশু জুনায়েদ এর চাচা সোহেল রানা জানান, আজকে বেলা ১২টার দিকে আমার ভাতিজা জুনায়েদ স্কুল থেকে বাড়িতে ফিরে তার মাকে পা ধোয়ার কথা বলে বাড়ির পিছনে পুকুরে চলে যায়। এসময় পা পিছলে পুকুরের গর্তের মধ্যে পড়ে যায়। পরে গর্তে থেকে জুনায়েদকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাছিম রেজা নুর দিপু বলেন, শিশুটি স্কুল থেকে বাড়ি গিয়ে তার মাকে পা ধোঁয়ার কথা বলে পুকুর পারে চলে যায়। এমন সময় শিশুটি পা পিছলে পুকুরের গর্তে পরে যায়। পড়ে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহত শিশুর বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের লোকজনকে সান্ত্বনা দেই।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.