সিরাজগঞ্জে পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যেই, ‘আমাদের চৌহালী গ্রুপ এসএসসির প্রশ্নপত্র ফাঁস

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহের ঘটনা ঘটেছে। কেন্দ্রের বেড়া টপকে জানালা দিয়ে অনেককেই নকল সরবরাহ করতে দেখা গেছে। এক প্রকার প্রতিযোগিতা করেই এসময় নকল সরবরাহ করতে দেখা যায়।
মঙ্গলবার (১৫ এপ্রিল)। সকাল ১০টায় ইংরেজি প্রথমপত্র পরীক্ষা শুরুর পর ওই কেন্দ্রের বাইরে থেকে জানালা দিয়ে নকল সরবরাহের প্রতিযোগিতা শুরু করেন অনেকে। তবে বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ও কেন্দ্রসচিব রাশিদুল হাসান (জুয়েল)।
স্থানীয় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নামের এক মাদরাসা শিক্ষার্থী জানান, পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই আদর্শ উচ্চ বিদ্যালয়ে নকল হচ্ছে। পরীক্ষার্থীরা হলে বসে থাকে আর বাইরে থেকে তাদের ছোট-বড় ভাইয়েরা নকল সরবরাহ করে। আজও কেন্দ্রের বাইরে থেকে জানালা দিয়ে বেশ কিছু লোকজন নকল সরবরাহ করেছে। কেন্দ্র সচিবের গাফিলতি ও প্রশাসনের পর্যাপ্ত লোকজন না থাকায় এমনটা হচ্ছে বলে তিনি দাবি করেন।’
এদিকে এদিন পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যেই ‘আমাদের চৌহালী গ্রুপ’ নামে একটি ফেসবুক গ্রুপে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রটি আপলোড করা হয়। পরে সেটি দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর উপজেলা প্রশাসনের তৎপরতায় বেলা ১১টার দিকে গ্রুপ থেকে সেটি সরিয়ে ফেলা হয়।
চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব রাশিদুল হাসান (জুয়েল)। নকল সরবরাহের বিষয়টি অস্বীকার করে বলেন, সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৭৩ জন শিক্ষার্থী এই কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। মঙ্গলবার তিনজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর বাইরে থেকে কিছু লোকজন নকল সরবরাহের চেষ্টা করলেও তাদের তাড়িয়ে দেওয়া হয়।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। মোস্তাফিজুর রহমান বলেন, পরীক্ষা শুরুর ২০ মিনিটে একটি ফেসবুক গ্রুপে প্রশ্নফাঁস করা হয়েছিল। কিন্তু ওই গ্রুপ থেকে পরে সেটি সরিয়ে ফেলা হয়েছে। ওই প্রশ্নটি চৌহালী থেকেই আপলোড করা হয়েছে, নাকি অন্য কোনো স্থান থেকে তা এখনও আমরা নিশ্চিত নই। এ ঘটনায় থানায় একটি ডায়রি করা হয়েছে। আর নকল সরবরাহের সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাক-ভারত পরমাণু যুদ্ধের বাস্তবতা

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি বুধবার দক্ষিণ এশিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে ভারত নস্যাত করতে চায় বলে অভিযোগ করেছেন। তিনি দাবি করেন,

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদলের সভাপতির মৃত্যু

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এঘটনায় প্রতিবাদে রাজশাহী

ঢাবি ডাকসু নির্বাচনে শিবিরপন্থী জোটের বিজয়ে বেলকুচিতে শুকরানা সমাবেশ

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ভিপি, জিএস ও এজিএসসহ নিরঙ্কুশ বিজয় অর্জন করায়

জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই

স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ইখলাসের সাথে দ্বীনের কাজ করতে হবে, অর্পিত সাংগঠনিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমরা জামায়াতকে নয়,

সিরাজগঞ্জে শুরু হলো ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: দেশের ৪৮ জেলায় একযোগে শিক্ষিত যুবদের জন্য ই-লার্নিং অ্যান্ড আর্নিং চতুর্থ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে সিরাজগঞ্জেও চতুর্থ

দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো বেঙ্গল গ্রুপ চেয়ারম্যান মোরশেদ আলমকে

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও