জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রমজানে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে বাড়িতে ছুটে গেলেন সিরাজগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া ও বনবাড়িয়া গ্রামে শহীদ আব্দুল আলিম আলীর বাড়িতে যান ছুটে ছাত্র প্রতিনিধিগণ। এ সময় তারা শহীদ পরিবারের সদস্যদের স্বান্তনা দেন সেই সাথে খোঁজ খবর নেন এবং তাদের বক্তব্য শোনেন।
এ ব্যাপারে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুনতাসির মেহেদী বলেন, সিরাজগঞ্জ জেলার সর্বমোট ১৫টি শহীদ পরিবার রয়েছে। রমজান উপলক্ষে আমরা প্রতিটি শহীদ পরিবারের খোঁজ খবর নিচ্ছি তাদের প্রতি আমাদের যে দায়িত্ব ও আমদের সেই দায়বদ্ধতার জায়গা থেকে কিছু হাদিয়া নিয়ে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছি। ভবিষ্যতেও আমাদের এ কাযক্রম অব্যাহত থাকবে।
এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ইমরান হাসান, সালমান জর্দার, আরিয়ান অনিক, শেখ তাজ, অর্ণব, সাহেব মাহমুদ হৃদয়, তামিম শেখ, ফয়সাল বিশ্বাস, আহমেদ জাহিদসহ প্রমুখ।