প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ১১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৫, ৭:০২ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে নাশকতার মামলায় সাবেক চেয়ারম্যান আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতার মামলায় উধুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিলকে পুলিশ আটক করেছে। শনিবার সন্ধ্যায় উধুনিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলার ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানিয়েছে, উধুনিয়া বাজার এলাকায় নিয়মিত টহলের সময় তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পূর্বের মামলাগুলোর নথি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তারের ঘটনা স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি করেছে। পুলিশ বলছে, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.