
নজরুল ইসলাম: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রির সমমান করার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিগগিরই দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়।
এক দফা দাবি আদায়ে জেলার নার্সিং ইন্সটিটিউট সিরাজগঞ্জ, সাফা মক্কা নার্সিং ইন্সটিটিউট, সাহেরা আমির নার্সিং ইন্সটিটিউট, সাখাওয়াত মেমোরিয়াল নার্সিং কলেজ, আদর্শ কলেজ অব নার্সিং ইন্সটিটিউট, জাহানারা নার্সিং ইন্সটিটিউট, সিরাজগঞ্জ নার্সিং কলেজের প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রীরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
রোববার ( ২৭ এপ্রিল) সকাল ১১টায় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় মিছিল। এসময় জেলা প্রশাসকের কাছে দাবী আদায়ের পত্র প্রেরণ করেন বিক্ষোভকারীরা।
আন্দোলনকারীরা বলেন, ‘ইন্টার পাশ করার পর চার বছর পড়াশোনা শেষ করার পর কীভাবে ইন্টারপাশ থাকে। অন্য একজন বলেন, ‘যারা ডিপ্লোমা করতেছি তারা যেন ডিগ্রির সম্মানটা পায়। প্রধান উপদেষ্টা বরাবর ম্যাসেজটা দিতে চাচ্ছি আমাদের এই দাবিটা যেন তারা মেনে নেয়।
এসময়, আহসান হাবিব সোহাগ, আশরাফুল ইসলাম অনিক, ইয়াকুব, নাইম হোসাইন,আলমগীর, রাশেদ, মামুন, আবু নাইম, কিবরিয়া, রহমত, ফয়সাল, সুমন, রাদিতা, সুবর্না, প্রিয়া দাস, পূজা, মরিয়ম, শাকিলাসহ অনেকেই উপস্থিত ছিলেন।