প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ৪:০০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে নারীর নিরাপত্তা ও উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি:শামা ওবায়েদ

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ বলেছেন, নারীর নিরাপত্তা বৃদ্ধি, শিক্ষা সম্প্রসারণ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নকে ভবিষ্যৎ রাষ্ট্রপরিচালনায় অগ্রাধিকার দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী সরকার পরিচালনার সময় নারীর উন্নয়ন নিশ্চিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন এবং মেয়েদের জন্য প্রাথমিক থেকে কলেজ পর্যায় পর্যন্ত শিক্ষাব্যয় মওকুফ করা হয়েছিল।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর মহিলা দলের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা তুলে ধরেন।
সমাবেশে তিনি বলেন, নারীরা দেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তাদের উন্নয়নের সুযোগ বিস্তৃত করা প্রয়োজন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নারীদের কর্মক্ষেত্রে সীমাবদ্ধ করার প্রবণতা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দীর্ঘসময় ধরে বিএনপি রাজনৈতিক নিপীড়নের মুখোমুখি হলেও দল মানুষের কল্যাণমূলক কাজে অটল রয়েছে। সিরাজগঞ্জ–৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর সফলতা নারীর উন্নয়নকেন্দ্রিক কার্যক্রম বাস্তবায়নে সহায়ক হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফ্লোরা ইকবাল। প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগের সহ–সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ–৫ আসনের বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান। তিনি ধর্মীয় ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার বিষয়টি তুলে ধরেন এবং এর প্রভাব সম্পর্কে সতর্ক করেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে কিছু রাজনৈতিক গোষ্ঠীর ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে এবং ইতিহাসের সেই অংশগুলো পুনর্বিবেচনার প্রয়োজন দেখা দেয়।
সমাবেশ শেষে উপজেলা মহিলা দলের উদ্যোগে বেলকুচির প্রধান সড়কগুলোতে র্যালি বের করা হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.