সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সিজারের পর নবজাতকের মৃত্যু হলে লাশ গোপনের অভিযোগে ‘পিস ল্যাব অ্যান্ড হাসপাতাল’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান এই অভিযান পরিচালনা করেন। এ সময় হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উপজেলার ভেড়ুয়াদহ মহল্লায় অবস্থিত বেসরকারি এই হাসপাতালে সিজার অপারেশনের সময় নবজাতকের মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকের মরদেহ বিস্কুটের প্যাকেটে ভরে একটি পরিত্যক্ত কক্ষে লুকিয়ে রাখে এবং স্বজনদের জানায় যে শিশুটি দুই দিন আগেই গর্ভে মারা গিয়েছিল।
তদন্তে উঠে আসে, অপারেশনের আগে কোনো পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি, অপারেশনের সময় অবশ দেওয়ার চিকিৎসক উপস্থিত ছিলেন না, নবজাতককে রাখার জন্য কোনো সুবিধাও ছিল না। পাশাপাশি অনুমোদিত ১০টি বেডের পরিবর্তে ১৮টি বেড স্থাপন করে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মভঙ্গ করেছে। এসব অনিয়মের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ও কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়।
অভিযান চলাকালে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা উপস্থিত ছিলেন। এ ঘটনায় হাসপাতালের একজন শেয়ারহোল্ডার ফারুককে আটক করা হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.