সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই নৌকার জেলেদের মধ্যে সংঘর্ষে বিমল হালদার (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এর আগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার গোহালা নদীতে জাল ফেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তর্কবিতর্ক থেকে সংঘর্ষে রূপ নেয় ঘটনাটি। এতে বিমল হালদার মাথায় আঘাত পেয়ে আহত হন। স্থানীয়রা তাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর শুক্রবার সকালে তার শারীরিক অবস্থা খারাপ হয়। দুপুরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত বিমল হালদার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা হালদারপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় প্রতিপক্ষ হরেন হালদার, প্রবাস হালদার ও রিপন হালদারের নাম উঠে এসেছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছলাম আলী জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.