প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৩:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নাডুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ছাত্রীকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ), রাতে মামলা করেছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নাডুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় একই গ্রামে এনজিও পরিচালিত ‘আঁচল’ নামের স্কুলে পড়ালেখা করছিল ভুক্তভোগী ছাত্রী। গত ৯ মার্চ সকাল ১০টায় সেখানে গেলে এক কিশোর (১৪) তাকে ধর্ষণ করে। স্কুলছাত্রী চিৎকার করলে ওই কিশোর পালিয়ে যায়।
পরবর্তীতে স্কুলছাত্রী বাড়িতে ফিরে ঘন ঘন টয়লেটে যাওয়া আসা করে। তার মা ঘন ঘন টয়লেটে যাওয়া আসার কারণ জিজ্ঞাসা করলে স্কুলছাত্রী কাঁদতে থাকে। পরে তিনি টয়লেটে গিয়ে দেখতে পান চাপ-চাপ রক্ত পড়ে আছে। তখন স্কুলছাত্রী তার মাকে ঘটনাটি অবগত করলে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্কুলছাত্রীর অবস্থা আশংকাজনক হয়ে পড়লে ১২ মার্চ রাত ২টায় তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।'
স্কুলছাত্রীর চাচি সুখী বেগম বলেন,এত ছোট একটি মেয়ের সঙ্গে এ কাজ করতে পারে ভাবতে পারি না। এরা মানুষ না। আমি এই ঘটনার সঙ্গে জড়িত ছেলের শাস্তি দাবি করছি।’
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক উম্মে রুমান লিমা বলেন, আগের তুলনাই স্কুলছাত্রী ভালো আছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সে ভয় পেয়েছে। মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আসাদুজ্জামান বলেন, গত রোববার সকালে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়নি। স্থানীয়ভাবে আপোষের চেষ্টা করে ব্যর্থ হয় পরিবার। বুধবার সকালে এ বিষয়টি জানাজানির পর পুলিশের তদন্ত শুরু করে এবং জড়িত স্কুলছাত্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের তৎপরতায় নির্যাতিত ওই শিশু ছাত্রীকে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.