সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশের প্রাণ। তিনি সুস্থ থাকলে দেশ সুস্থ থাকে, আর তাঁর অনুপস্থিতি বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দেবে।
শনিবার মাগরিবের নামাজের পর সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, খালেদা জিয়ার চিকিৎসা ও সুস্থতার জন্য ঘরে ঘরে, মসজিদে মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ ও ফাতেহা পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। তিনি সকলের উদ্দেশে কায়মনোবাক্যে দোয়া করার আহ্বান জানান।
দোয়া মাহফিলে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।
মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুরনবী হুসাইন।
অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা–কর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল চলাকালে অনেকেই আবেগে কান্নায় ভেঙে পড়েন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.