সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে রাজশাহী গামী ঢাকা কমিউটার (ফাইভ ডাউন) ট্রেনের ইঞ্জিন ও সামনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কতৃপক্ষ।
রোববার (২০ অক্টোবর)। সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে এঘটনা ঘটে। এরপর থেকে আপাতত ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বলেন, ঢাকা কমিউটার (ফাইভ ডাউন') ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। ট্রেনটি জামতৈল স্টেশনে বিরতি দিয়ে আগানো মাত্রই ট্রেনের ইঞ্জিন ও সামনের বগিটি লাইনচ্যুত হয়। তবে এতে কেও হতাহত হয়নি।
তিনি বলেন, ট্রেনটির চালক আমাদের সংকেত (সিগনাল) না মেনেই ট্রেনটি চালু করেন। পরে আমি দৌড়ে যেতে যেতেই ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। মূলত চালক সংকেত (সিগনাল)। না মানার কারনেই এটা হয়েছে।
স্টেশন মাস্টার আরও বলেন, এঘটনার পর থেকে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসবে এটাকে উদ্ধারের জন্য। এরপর ট্রেনের ইঞ্জিন ও বগিটি উদ্ধার করা হবে।'
২০/১০/২০২৪
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.