
নজরুল ইসলাম: সিরাজগঞ্জ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ইন মেরিন ও শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির প্রাঙ্গণে শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বুধবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনেও নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, সিরাজগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর ও বাগেরহাটের ছয়টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একই দাবিতে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “প্রবাসী কল্যাণ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের যৌথ সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি মেরিন ইঞ্জিনিয়ারিং ও শিপবিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে জরুরি পদক্ষেপ নিতে হবে। চার বছর মেয়াদি আন্তর্জাতিক মানের কোর্স সম্পন্ন করেও আমাদের পেশাগত অগ্রযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে।”
তারা আরও বলেন, “আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করার পরও যথাযথ কর্মসংস্থানের সুযোগ থেকে আমরা বঞ্চিত হচ্ছি, যা অত্যন্ত হতাশাজনক।”
তিন দফা দাবির মধ্যে রয়েছে: ১. সমুদ্রগামী জাহাজে চাকরির সুযোগ নিশ্চিত করা
২. স্থলভাগে কর্মসংস্থানের বিধান
৩. প্রশিক্ষণের মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ
এসময় সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সব বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন।











