সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বাসস্ট্যান্ডের কাছে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ট্যাংকলরি ও গরুবাহী নছিমনের সংঘর্ষে ইউসুফ আলী (৩২) নামের নছিমনচালক নিহত ও ২জন যাত্রী আহত হয়েছে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
রবিবার (১৬ ফেব্রুয়ারি), বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নছিমনচালক ইউসুফ আলী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাজমান গ্রামের রাজা মিয়ার ছেলে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ,ফায়ান সার্ভিস ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, এদিন বিকেল ৩টার দিকে তালগাছি হাট থেকে দু‘টি গরু নিয়ে গরুবাহী একটি নছিমন শাহজাদপুরের দিকে যাচ্ছিল। নছিমনটি বগুড়া-নগরবাড়ি মহাসড়কের তালগাছি বাসস্ট্যান্ডের অদূরে কাজী অফিসের সামনে পৌছালে বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা বগুড়াগামী জ্বালানী তেলবাহী দ্রুতগামী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নছিমনচালক ইউসুফ আলী মারা যায় ও নছিমনের দুই যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। ফলে আহতদের নাম জানা যায়নি।'
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, এ দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শাহজাদপুর পুলিশ ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। এছাড়া দূর্ঘটনার পর সড়কে যানজটের সৃষ্টি হলে তা দ্রুত নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে নিহতের স্বজনরা অভিযোগ দিলে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।'