সিরাজগঞ্জে জেল-জুলুম অত্যাচার ছিল বিএনপি নেতা বাচ্চুর নিত্যদিনের সঙ্গী।  

নজরুল ইসলাম: ৭৩ মামলার আসামি,গ্রেপ্তার হয়েছেন ১৮ বার। তবুও রাজনীতির মাঠ ছাড়েননি বরং সামনে থেকে নেতৃত্ব দিয়ে নেতা-কর্মীদের অনুপ্রাণিত করেছেন। একের পর এক মামলা-হামলা উপেক্ষা করে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে মাঠের নেতা-কর্মীদের সংগঠিত রেখেছেন সিরাজগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিভিন্ন সময় জেল-জুলুম ও রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকার প্রসঙ্গ টেনে কথাগুলো বলছিলেন জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ।

তিনি জানান, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে সিরাজগঞ্জ বিএনপির তৃণমূল থেকে শুরু করে জেলা বিএনপির নেতা-কর্মীরা যখন মামলা-হামলার শিকার হয়েছেন তখনই ছুটে এসেছেন সাইদুর রহমান বাচ্চু ভাই।

জানা যায়, ত্যাগী নেতা হিসেবে ভূমিকা রাখায় সাইদুর রহমান বাচ্চু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ পান ২০১৬ সালে। এরপর থেকেই জেলার প্রথম সারির নেতাদের সমন্বয়ে তারেক রহমানের নির্দেশনায় দল গোছানোর কাজে নেমে পড়েন। আশির দশকেও রাজনীতির মাঠে ছিলেন সোচ্চার ছিলেন তিনি। ১৯৮৩ সালে মজিদ খানের শিক্ষা নীতির বিরুদ্ধে আন্দোলন করে গ্রেফতার হন সাইদুর রহমান বাচ্চু। সিরাজগঞ্জ সরকারি কলেজে ১৯৮৮ ও ৮৯ সালে  বিপুল ভোটে জিএস নির্বাচিত হন। স্বৈরাচার এরশাদ পতনে রাজপথে সম্মুখ থেকে নেতৃত্ব দিয়েছেন। ২০১৩ সালে চেম্বার অব কমার্স ব্যবসায়ীদের ভোটে সর্বোচ্চ ভোটে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত । এরপর রাজনৈতিক নানা চরাই-উৎরাইয়ে রাজপথে সামনে থেকে ভূমিকা রেখেছেন। একাধারে জেলা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন জেলা বিএনপির অন্যতম এই নেতা।

জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আহসান হাবিব উজ্জ্বল জানান, ফ্যাসিস্ট হাসিনা সরকারের হামলা-নির্যাতনে যখন বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ভয়ে আত্মগোপনে। তখন পাশে ছিলেন আমাদের নেতা বাচ্চু ভাই। বিভিন্ন সময় ৭৩টি মামলার এক নাম্বার আসামি ছিলেন তিনি। ১৮ বার গ্রেফতার হয়ে জেলও খেটেছেন। দলীয় নেতাদের সঙ্গে নিয়ে এখনো রাজপথে জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সংগ্রাম করছেন।

সিরাজগঞ্জ বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামিম খান জানান, সাধারণ সম্পাদক বাচ্চু ছোটবেলা থেকেই রাজনীতিতে একজন সক্রিয় কর্মী। ২০১৬ সালে সাধারণ সম্পাদক নিযুক্ত হওয়ার পর, অধিকাংশ নেতা আত্মগোপনে গেলেও সে দলীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সিরাজগঞ্জ বিএনপিকে সক্রিয় রেখেছেন। সে জাতীয়তাবাদী দলের নেতাদের মামলা-মোকদ্দমা মোকাবেলা,কারারুদ্ধদের খোঁজ-খবর নেয়ের পাশিপাশি অসুস্থ নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। দলীয় কর্মসূচি অব্যাহত রেখে সে সবসময় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।

জুলাই-আগস্টে রাজপথের আন্দোলন সংগ্রামের বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু একান্ত আলাপচারিতায় বলেন, আমি শহীদ জিয়ার সৈনিক। আমার নেত্রী বেগম খালেদা জিয়া। আমার নেতা তারেক রহমান, তিনি ভার্চুয়ালি আমাকে সবসময় দিক নির্দেশনা দিতেন। দেশের মানুষ ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন। এক পর্যায়ে ছাত্র-জনতা সরকারবিরোধী আন্দোলনে অগ্রসর হতে থাকেন। জুলাই মাসের শুরু থেকেই কেন্দ্র থেকে নানা কর্মসূচি অব্যাহত থাকে। আমি জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ সকল অঙ্গসংগঠন ও ছাত্র সমন্বয়কদের সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলি। এক পর্যায়ে ৪ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের টার্নিং পয়েন্টে দিন ঘনিয়ে আসে। জেলার সকল রাজপথ দখল করে নেয় ছাত্র-জনতা ও বিএনপির কর্মীরা। এমন তথ্য ছড়িয়ে পড়লে ৫ আগষ্ট  ফ্যাসিস্ট সরকার পতনের এক দফা দাবিতে দেশ উত্তাল হয়। পতন ঘটে ফ্যাসিস্ট হাসিনা সরকারের।

রাজপথের আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যত দিন ধরে রাজনীতি করি, আমি একটা কথা বিশ্বাস করি, কেউ রাজনীতিতে ফাঁকি দিলে রাজনীতিও তাকে ফাঁকি দেবে। আমি দুঃসময়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে রাজপথে ছিলাম,আছি। আমার জীবনই রাজপথের। আমি দুঃসময়ে পিছুপা হইনি। আমরা নয় ভাই-বোন। আমরা খুব কষ্ট করে মানুষ হয়েছি। আমি আমার বাবা কিংবা ভাইয়ের আলোয় আলোকিত না। আমি পরিশ্রম করে এতো দূর এসেছি। আমি দুঃসময়ে বিএনপি’র আপামর নির্যাতিত নেতাদের পাশে ছিলাম, এখনো আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। আমার মা বলেছে ঝড় দেখে কোনো দিন ভয় পাবে না। আমি ৭৩ মামলার আসামি, বিভিন্ন সময় জেল-জুলুমের শিকার হয়েছি। আমাকে অনেকবার রাজপথ থেকে সরানোর চেষ্টা করেও কেউ সফল হয়নি।

সম্প্রতি বিএনপির কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়েও কথা বলেছেন এই নেতা। তিনি বলেন, আমার নেতা তারেক রহমান কঠোর নির্দেশ কোনো প্রকার চাঁদাবাজি দখলবাজি চলবে না। হিন্দু ভাইদের নিরাপত্তা, নিরপরাধ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়। ইতোমধ্যে দল থেকে বিএনপির নামধারী অতিউৎসাহী দুষ্কৃতিকারী একশো জনকে বহিষ্কার করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা বিএনপির পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ক্রিকেট চালাচ্ছে ভারত, বিস্ফোরক মন্তব্য ‘‘ক্ষুব্ধ’’ ইনজামামের

ঠিকানা টিভি ডট প্রেস: বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যার মাধ্যমে বৈশ্বিক সকল ইভেন্ট আয়োজিত ও পরিচালিত হয়। শুধু তাই নয়, ক্রিকেট দল থেকে

৬০ ডিগ্রী তাপমাত্রা সহ্য করেও নির্বাচনী মাঠে টিকে থাকতে চান নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি :ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে সকল রাজনৈতিক উত্তাপ সহ্য করে ভোটের মাঠে টিকে থাকতে চান চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের নেতাকর্মীরা। ২২

মাশরাফির বাড়ি দেখিয়ে ভারতে প্রচার ‘পুড়ছে লিটন দাসের বাড়ি’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির বাড়ি পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। কিন্তু ভারতে একটি মহল সেটিকে প্রচার করেছে

একদিনেই জাপার ৬৭১ নেতাকর্মীর পদত্যাগ’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির (জাপা) ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পদে থাকা ৬৭১ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। দলের চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুর

‘বিএনপিতে কে খায় না, কত খায় না’

নিজস্ব প্রতিবেদক: মেজর হাফিজ এর ঘটনার পর গত রাতে বিএনপির সিনিয়র নেতাদের সাথে স্কাইপে বৈঠকে মিলিত হয়েছিলেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। তারেক

মুনিয়াকে ধর্ষণ-হত্যা: অব্যাহতি পেলেন বসুন্ধরার এমডিসহ ৮ জন’

নিজস্ব প্রতিবেদক: কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ ৮ জন। ঢাকার নারী