নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে পুলিশ সুপার মো. ফারুক হোসেনের সভাপতিত্বে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক ও পুলিশ লাইন্স থেকে আগত ইনচার্জ ও পুলিশ সদস্যরা অংশ নেন। দায়িত্ব পালনে সাফল্য অর্জনকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার ফারুক হোসেন পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
পরে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রুজুকৃত মামলার কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মানোন্নয়ন, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অবৈধ দ্রব্য উদ্ধার এবং জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার বিস্তারিত নির্দেশনা দেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং জেলার সব থানার অফিসার ইনচার্জ ও ইউনিট ইনচার্জরা উপস্থিত ছিলেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.