প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৫, ৯:০৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশা জেঁকে বসেছে। সেইসঙ্গে এ বছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ। বৃহস্পতিবার (২ জানুয়ারি)। বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন তাড়াশ কৃষি 'আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, গত ৭২ ঘণ্টা ধরে দেখা নেই সূর্যের। সেইসঙ্গে বইছে মৃদু হিমেল বাতাস। যার ফলে বেড়েছে শীতের তীব্রতা। রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।'
তাড়াশ কৃষি আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ০০ ডিগ্রি সেলসিয়াস। মূলত দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।
'এদিকে, প্রচণ্ড শীতে স্বাভাবিক কর্মজীবনে নেমে এসেছে অনেকটাই স্থবিরতা। এমন আবহাওয়া আরও ৭২ ঘণ্টা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মৃদু হিমেল বাতাস বয়ে যাওয়ায় কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন অনেক শ্রমজীবী মানুষ। তীব্র শীতকে উপেক্ষা করে খেটে খাওয়া মানুষ কাজের উদ্দেশে বের হলেও তারা স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না। ঘন কুয়াশার কারণে সকালে সড়ক ও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।'
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.