জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও শহীদের স্মরণে মৌন মিছিল হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বাদ জুম্মা কেন্দ্রীয় জামে মসজিদে শহীদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়। এতে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আবদু্ল্লাহ। দোয়া মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লিরা শরীর হন।
পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে জুলাই শহীদের স্মরণে একটি মৌন মিছিল বের হয়ে বড় বাজারে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণদাস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট প্রমুখ।
মৌন মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.