নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র গণআন্দোলনের স্মারক হিসেবে ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে সিরাজগঞ্জে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে যমুনা নদীর পাড়ে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।
সকাল ৭টায় তিন কিলোমিটার দীর্ঘ প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতীকী ম্যারাথন উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ।
এই প্রতীকী ম্যারাথনে শহীদ পরিবারের সদস্য, আহত ও তাঁদের পরিবার, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, মানবাধিকার ও উন্নয়নকর্মী, খেলোয়াড়, সাংবাদিক, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
‘জুলাই-আগস্ট আন্দোলন’ এবং বৈষম্যবিরোধী গণআন্দোলনের চেতনায় উজ্জীবিত এই আয়োজন সিরাজগঞ্জে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। এতে অংশগ্রহণকারীরা বৈষম্যমুক্ত, মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনের আহ্বান জানান।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.