নজরুল ইসলাম সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের পৌর এলাকায় ভাইয়ের আঘাতে বোন আনোয়ারা খাতুন ওরফে শিল্পী (৩৮) আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগীর মা হাজেরা বেগম বাদী হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও অভিযোগসূত্রে জানা যায়, সদর উপজেলার পৌর এলাকার সয়াধানগড়া উত্তর পাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেন জীবিত থাকা অবস্থায় তার ছেলে হাফিজুর রহমান (৪০) জুয়া খেলে আসছিল। বাবা মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে বাড়ীর সামনে থেকে মেয়ে আনোয়ারা খাতুন ওরফে শিল্পীকে দুই শতক জমি রেজিস্ট্রি করে দেন। তার কিছুদিন পর আনোয়ার হোসেনের মৃত্যু হয়। পরে ওই জমিতে ঘর তুলে শিল্পী বেগম ও তার মা হাজেরা বেগমকে সাথে নিয়ে বসবাস করতে থাকেন। আনোয়ার হোসেনের নামে বাড়ীর অবশিষ্ট ০৬ শতাংশ জায়গা থাকায় বিবাদী হাফিজুর রহমান তার বোন শিল্পীকে ওই জায়গা ও ঘরবাড়ী উচ্ছেদ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালায়। শিল্পীর বসবাসরত ঘর যেকোন সময় ভেঙ্গে দেওয়ার মাঝেমধ্যেই হুমকি দিতে থাকে। চলতি মাসের ২৮ তারিখ সকাল ৯টার দিকে বিবাদী পুত্র হাফিজুর রহমান ও মেয়ে শিল্পীর বসবাসরত ঘর ভেঙ্গে নেওয়ার প্রস্তাব দেয়। বিবাদীর প্রস্তাব রাজি না হওয়ায় সে দু'একদিনের মা মেয়ের বসবাসরত ঘর জোর পূর্বক ভেঙ্গে ফেলবে এমর হুমকি দিয়ে চলে যায়। তার অত্যাচারে কোন ভাবে বাধা নিষেধ করা হলে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। এছাড়াও মা মেয়েকে মারপিট করার জন্য মাঝেমধ্যেই লাঠিসোটা নিয়া আক্রমন করতে থাকেন বলে অভিযোগসূত্রে জানা যায়।
এবিষযে বাদী হাজেরা বেগম বলেন, আমরা সবসময় নিরাপত্তা হীনতায় ভুগছি। টাকার জন্য সে সব কিছু করতে পারে। বড় মেয়ে শিল্পীর কাছ থেকে টাকা নিতে না পেরে জুয়ারু ছেলে ঘরের দরজা লাগিয়ে বেধড়কভাবে মারছে। সুষ্ঠু বিচার ও জুয়ারু ছেলের শাস্তি চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিবাদী হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।
আহত আনোয়ার খাতুন ওরফে শিল্পী বলেন, ভাই হাফিজুর দীর্ঘদিন ধরে জুয়া খেলায় আসক্ত। বাবা ২ শতক জমি লিখে দেওয়ার পর থেকেই জুয়া খেলার জন্য মাঝে মধ্যে টাকা নিতো। বেশি টাকা দিতে না পারায় শেষ পর্যায়ে বাড়ী থেকে চলে যেতে বলে। টাকা দিতে না পারা ও বাড়ী থেকে না যাওয়া আমাকে মেরে অজ্ঞান করে ফেলে চলে গিয়েছিল। হাসপাতালে এসে এখন মোটামুটি সুস্থ আছি। তবে মাথা ও মুখে বেশি আঘাত পাওয়ায় খুব খারাপ লাগে।
এসব বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, ছেলে হয়ে মা বোনকে মারবে এটা অন্যায় তবে অভিযোগের ভিত্তিত্বে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.