
মাসুদ মোশারফ শাহজাদপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে থানারঘাট ব্রিজ থেকে শুরু হওয়া এ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শক্তিপুর বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত হাজারো নেতাকর্মী এতে অংশ নেন। মিছিল জুড়ে তারা স্লোগানে শহর মুখরিত করে তোলেন।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও সিরাজগঞ্জ-০৬ আসনের দলীয় প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান, সেক্রেটারি মাস্টার আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি মো. নজরুল ইসলাম এবং এনায়েতপুর থানা সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেনসহ স্থানীয় নেতারা।
বক্তারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান এবং এ সনদের ভিত্তিতেই নির্বাচন আয়োজনের আহ্বান জানান।










