সিরাজগঞ্জ প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার সিরাজগঞ্জ জেলা বিএনপি দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।
ভোরে শহরের ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান রঞ্জন, মো. হারুন অর রশিদ খান হাসান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হাশিম তালুকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দুপুরে দলীয় কার্যালয়ের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতিকৃতিতে পুষ্পার্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা বিএনপির সহসভাপতি ভিপি অমর কৃষ্ণদাস, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক মো. আবু সাইদ সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী খান, সাব্বির হোসেন ভুঁইয়া সাফিসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এদিন জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিল এবং দেশের নেতৃত্বে নতুন অধ্যায় সূচিত হয়েছিল।
সন্ধ্যায় পৌর ভাসানী মিলনায়তনে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর পরিচালনায় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.