নিজস্ব প্রতিবেদক: খাদ্য হোক নিরাপদ সুস্থ থাকুক জনগন" এই প্রতিপাদ্বকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস২০২৫ উপলক্ষে মানব মুক্তি সংস্থার (এমএমএস)আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)এর সহযোগিতায় বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২রা-ফেব্রুয়ারি)সকাল ১০টায় উল্লাপাড়া উপজেলার ধরইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বর্নাঢ্য শোভাযাত্রা স্কুলের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের হলরুমে,মানব মুক্তি সংস্থার (এমএমএস) ডিরেক্টর আইজিপি মো:
আশরাফুল জামান খান (সেলিম)এর সভাপতিত্তে ও মানবমুক্তি সংস্থা(এমএমএস)এর সহকারি কৃষি কর্মকর্তা মো:জিল্লুর রহমানের এর সঞ্চালনায়,
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,উল্লাপাড়া উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো:আসওয়াদ বিন খলিল আহাদ।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,মানবমুক্তি সংস্থার (এমএমএস) কৃষি
কর্মকর্তা মো:মোস্তফা কামাল ও ধরইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ মানব মুক্তি সংস্থার কর্মকর্তা বৃন্দ।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহন কারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।