
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্নিমাগাতী ইউনিয়নের গয়হাট্টা পারকুল গ্রামে জমি জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন ১জন।
জানাযায়(২৫এপ্রিল)শনিবার সকালে উল্লাপাড়া থানার পূর্নিমা গাতী ইউনিয়নের গয়হাট্টা পারকুল গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের হামলায় মৃত দবির উদ্দিন প্রামানিকের মেয়ে মোছা:নুরজাহান খাতুন (৫০)গুরুতর ভাবে আহত হয়।
জানা যায়,মোছা:নুরজাহান খাতুনের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত মোকতার হোসেন গংদের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এতে গ্রামে বহুবার দরবার শালিশ হয়েছে কিন্তু মৃত মোকতার হোসেন গংদের লোকজন গত ১৯-০২-২০২৫ ইং তারিখ সকাল ৯-টার দিকে দা,ছুরি,কোদাল ইত্যাদি নিয়ে নুরজাহানের পরিবারের উপর অতর্কিত ভাবে হামলা করে।
এঘটনায় আহত মোছা:নুরজাহান খাতুন (৫০)বাদী হয়ে গত ১৯-০২-২০২৫ ইং তারিখে উল্লাপাড়া থানায় ৩জনকে আসামী করে একটি অভিযোগ দায়ে করে আসামীরা হলেন, গয়হাট্টা পারকুল গ্রামের মৃত মোক্তার হোসেন ছেলে (১)আসাব আলী বুদ্দু (২)আলহাজ (৩)আরিফুল ইসলাম উভয় পিতা আসাব আলী বুদ্দু।
দীর্ঘদিন পরে শনিবার(২৫-০৪-২০২৫)সকালে নুজাহানের পরিবারের ওপর মৃত মোকতার হোসেন গংদের লোকজন মিলে অতর্কিত ভাবে হামলা করে এতে গুরুতর ভাবে আহত হয় নুরজাহান খাতুন।
আহত নুরজাহান খাতুনকে তার পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।