প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৫, ১১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২, ২০২৫, ১:৫৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে গোসলে নেমে নিখোঁজ,দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে গোসলে নেমে নিখোঁজ আরো দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি), দুপুরে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ঝাঁটিবেলাই এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত দুই শিক্ষার্থী হলো-সিরাজগঞ্জ শহরের মাসুমপুর মহল্লার ইমরুল হাসান সোহেলের ছেলে সারজিল (১৬) ও বাহিরগোলা ঘোষপাড়া মহল্লার মৃত বিশ্বজিৎ নিয়োগীর ছেলে কৃষ্ণ নিয়োগী (১৫)। তারা সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। এর আগে, গতকাল সন্ধ্যায় নিখোঁজ রাফিন ইসলাম নামের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার সকালে ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর বাড়িতে বেড়াতে আসে তার নাতি জারিফের পাঁচ বন্ধু। ওই দিন বিকেলে ছয়জন স্থানীয় ফুলজোড় নদীতে গোসলে নামে। এ সময় তিনজন নদীর পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় রাফিন ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। আজ উদ্ধার হলো দুই জনের মরদেহ।'
কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন,খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। গতকাল একজন ও আজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।’’
কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি)। মো. মোখলেসুর রহমান বলেন,'মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.