নজরুল ইসলাম সিরাজগঞ্জে: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ মে) বিকাল ৪টায় সিরাজগঞ্জ শহরের ইবি রোডে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগের সিনিয়র নেতা মাওলানা মো. এনামুল হক মাজেদী।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য মাওলানা মো. তাজউদ্দীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ মো. এনামুল হক ও মাওলানা মো. আব্দুর রাজ্জাক।
সভায় জেলার বিভিন্ন উপজেলা, থানা ও পৌরসভা থেকে আগত প্রায় চার শতাধিক ওলামা দলের নেতাকর্মী অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন—মাওলানা ফরহাদ, আলম, লেলিন, জামিল, আব্দুস সালাম, মুসা আল হাবিব, হাফেজ স্বপন, সেলিম, জহুরুল ইসলাম, আসাদুল, সেরাজুল, হাফেজ হাবিবুর রহমান ইমন, নুরুননবী, আব্দুর রাজ্জাক, নাসির হোসাইন, আজিজুর রহমান, আবু তালেব প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাবেক সদস্য সচিব হাফেজ মাওলানা মো. নূরনবী সেখ।
সভায় সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ওলামা সমাজের দায়িত্ব ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।